Bansdroni Hridhi is a social service organization which is class apart !

Members of the team are working round the clock either to attend to an
under privileged child or to provide shelter to the aged or to step in
for any kind of assistance for the benefit of society.
Their efforts need to be applauded! They take up their challenges with a
smile!
Rewards are evident when the little boys and girls step into their
classroom every evening smiling! The elderly keep blessing them
abundantly! Others who receive their support say a silent prayer for
them!
Congratulations B.H. you have made a difference in the lives of so many.
You have touched their hearts!
Wish you all success in your future endeavor.

Mrs. Nandini Basu 

1st writeup

Bansdroni Hridhi is a non profit organization which is made up of
individuals brought together for a cause that superbly engage with all
the communities they serve.

They set tasks with clear instructions and deadlines for every project
they undertake. All the projects has been well appriciated. These have
been possible only because all the members work tirelessly with
extreme passion and dedication.

Some notable relief works undertaken were during amphan, distribution
of misquito nets, distribution of food to the poor, warm clothes
during winter are a clear indication of their clear set goal to serve
the poor and the under priviledged.
The spirited work done during Covid will be remembered for ever. Over
and above, working on a project like Oldphanage is in itself will be a
boon for this society.

All these initiatives will definitely help to make the world a better
place so that all people can live with dignity and self respect.

I am confident that BH will leave its footprints whatever it does and
wherever it goes. All the best team Bansdroni Hridhi!!!

Arnab Kumar Mondal

‘এসো শিখি ‘- বাঁশদ্রোণী হৃদির একটি প্রকল্প যেখানে সেই সমস্ত উৎসাহী কচিকাঁচাদের বিনামূল্যে
শিক্ষাদান করা হয় যাদের ঘরে আর্থিক অভাবের জন্য শিক্ষার আলো প্রবেশ করেনি বা স্কুল এর পরে  বাড়িতে যাদের পড়াশোনা দেখিয়ে দেওয়ার মতো কেউ নেই।বিনামূল্যে বই, খাতা,ব্যাগ,বসবার আসন এর ব্যবস্থার পাশাপাশি উৎসবের দিনগুলিতে জামাকাপড়, উপহার এবং খাবার
এর আয়োজন থাকে।

ক্লাস শুরু হয় জাতীয় সংগীত দিয়ে।খালি পেটে পড়াশোনাতে মন বসে না – তাই প্রতিদিন ক্লাসের
মাঝখানে থাকে টিফিনের ব্যবস্থা।পড়াশোনা ছাড়াও প্রতিটি শিশুর জন্মদিন পালন,দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ শেখানো, বিশেষ পালনীয় দিবসগুলিতে অনুষ্ঠান এবং আরো অনেক
সমাজকল্যাণমূলক কাজকর্ম – এভাবেই সুস্থ শৈশব ও সমাজ গড়বার লক্ষ্যে এগিয়ে চলেছে
হৃদি। তাদের পথচলা অটুট হোক।

সোমা রায়

3rd write up

Eso Sikhi project of Bansdroni Hridi is indeed a noble movement
taken up by a dedicated team of members from society that believes
in the right to education for every child from the underprivileged to
the impoverished. The sheer joy and smile that is seen in each child
every evening is a blessing in itself. It is through movements like
Eso Sikhi that we as a collective society will progress towards a
better and brighter India. Wish all who are involved with this project
the very best and keep up this noble and beneficial thought.

Mrs Susinin Chou

বাঁশদ্রোণী হৃদি’, সারা বছর ধরে মানুষের সেবা করে চলেছে। প্রতিটি সদস্য এবং হৃদি পরিবারের পরিচালনার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের সকলের অক্লান্ত পরিশ্রম ও সদিচ্ছায় এই সেবা মূলক প্রতিষ্ঠান টি সব সময় মানুষের পাশে থেকেছে, উত্তর বঙ্গ থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত।
বন্যায় হোক বা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ হোক; খাদ্য, বস্ত্র প্রভৃতির ব্যবস্থা করেছে দুরন্ত
গতিতে। কোভিড-এর সময়  বসে না থেকে কোভিড আক্রান্ত দের পাশে থেকেছে, তাঁদের
বাড়িতে গোটা পরিবারের জন্য খাবার পৌঁছে দিয়েছে বিনামূল্যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে – জরুরি ভিত্তিতে কাজ করে আর্তের সেবা করেছে; কাউকে হাসপাতাল এ ভর্তি করতে হবে, কারো অক্সিজেন লাগবে, সাধ্য মতো চেষ্টা করেছেন সকলে। যাঁরা ঝাঁপিয়ে পড়ে কাজ করতে পারেন নি, তাঁদের আর্থিক সহায়তা ‘বাঁশদ্রোণী হৃদি’ কে থেমে থাকতে দেয় নি।

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
প্রত্যেকের প্রচুর অবদান রয়েছে। হৃদি এই ভাবেই মানুষের পাশে থাকুক, মানুষ কে ভালোবাসুক। বাঁশদ্রোণী হৃদির জন্য  অনেক শুভকামনা রইল!

অঞ্জুশ্রী নাগ

হৃদয় থেকে ‘হৃদি’

শিক্ষা স্বাস্থ্য বাসস্থান

‘হৃদি’র প্রধান অবস্থান।।

এসো সবাই হাত ধরি

ভালোবেসে কাজ করি।।

পুতুল মৈত্র

২০১৬ সালে ২০শে মার্চ থেকে আমার আপনাদের সকলের বাঁশদ্রোনী হৃদির পথচলা শুরু কয়েকজন অনাথ বাচ্চাদের মুখে একদিনের মধ্যাহ্ন ভোজন তুলে দেওয়ার মধ্যে দিয়ে।

তারপরে বিভিন্ন সময় একের পর এক ছোট ছোট কাজ করেছে হৃদি দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য। বন্যার সময়ই হোক বা কোভিড কালীন অসহায় মানুষের পাশে থাকা হোক বা ক্যান্সার পেশেন্ট। রোগ প্রতিরোধ ক্ষমতা কম সম্পন্ন অনাথ শিশুদের পুষ্টিকর খাবারের খরচ বহন বা মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব পালন ইত্যাদি বিভিন্ন রকমের কাজ প্রতিনিয়ত করে চলেছে হৃদি কিছু স্বপ্ন চোখে নিয়ে, সকল সদস্যদের একান্ত আন্তরিক দৈহিক ও মানসিক পরিশ্রম দিয়ে। আশা করি হৃদি আরও পথ পার হবে সবার হাত ধরে, আরও সবাই এগিয়ে আসবেন হৃদির হাত ধরতে।

হৃদির পাশে থাকার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সকল সদস্য / সদস্যদের ও শুভাকাঙ্ক্ষীদের।

শ্রাবণী চক্রবর্তী